ঢাকা শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪

জয়পুরহাটে এনজিও কর্মকর্তার চাপে ঋণ গ্রহিতার আত্মহত্যা

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৪, ০৯:৫৯ পিএম

জয়পুরহাটে এনজিও কর্মকর্তার চাপে ঋণ গ্রহিতার আত্মহত্যা

ছবি: রূপালী বাংলাদেশ

জয়পুরহাট সদর উপজেলার পূর্ব পাথুরিয়া এলাকায় বেসরকারি টিএমএসএস এনজিও কর্মকর্তা ও কর্মী কর্তৃক ঋণের টাকার চাপে আমেনা বেগম নামে এক গৃহবধু আত্মহত্যা করেছেন। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে  তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে টিএমএসএসের জয়পুরহাট জোনাল ম্যানেজার আল মামুন সরকার অভিযোগ অস্বীকার করে জানান, ঘটনাস্থলে তাদের কোন কর্মীই জাননি। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

নিহত আমেনা পূর্ব পাথুরিয়া গ্রামের শাহজাহান মন্ডলের স্ত্রী।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, জয়পুরহাটের বেসরকারি এনজিও টিএমএসএস থেকে ঋন নেওয়া ছিল আমেনা বেগমের। সেখানে দুই সপ্তাহের কিস্তি বাঁকী ছিল তার। শনিবার সকালে এনজির এক অফিসারসহ তিনজন কর্মী আমেনার বাড়িতে এসে কিস্তির জন্য গালিগালাজ করেন ও মামলার হুমকি দেন। এরপরে তারা চলে গেলে বারান্দায় তীরে রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Link copied!