Rupali Bangladesh
জাতীয় শীর্ষ প্রতিবেদন সারাদেশ

‘নিম্ন আদালতের বিচারকদের নামের আগে ডক্টর-ব্যারিস্টার নয়’# দৈনিক রূপালী বাংলাদেশ

নিজেস্ব প্রতিবেক : নিম্ন আদালতের কোনো জজ বা ম্যাজিস্ট্রেট তাদের নামের আগে ডক্টর, ব্যারিস্টার বা অন্য কোনো পদবি লিখতে পারবেন না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদেশে বলা হয়, বিচারকের নামের আগে অন্য কোনো পদবি গ্রহণযোগ্য নয়। এ সময় আদালতে উপস্থিত ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ।
ইউসুফ মাহমুদ মোরশেদ বলেন, ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আক্তারুজ্জামানের একটি আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন নিয়ে এসেছিলেন আকরাম উদ্দিন নামে একজন আইনজীবী। ওই আবেদনের শুনানির সময় আদালত দেখতে পান বিচারকের নামের আগে ডক্টর পদবি লেখা আছে। তখন আদালত স্বপ্রণোদিতভাবে আদেশ দেন যে, নিম্ন আদালতের কোন বিচারক বা ম্যাজিস্ট্রেট তাদের নামের আগে ডক্টর, ব্যারিস্টার বা অন্য কোন পদবি লিখতে পারবেন না।

Related posts

শপথ নেবেন না মির্জা ফখরুল #দৈনিক রূপালী বাংলাদেশ

News Desk

শিবির সম্পর্কে আবরার মুখ না খোলায় আমার মাথা খারাপ হয়ে যায়: অনিক#দৈনিক রূপালী বাংলাদেশ

News Desk

দ্বিতীয় দিনেও নয়াপল্টনে উপচে পড়া ভিড়

siteadmin

Leave a Comment