Rupali Bangladesh
জাতীয় শীর্ষ প্রতিবেদন সারাদেশ

বাংলাদেশে ৩ জন করোনা রোগী শনাক্ত#দৈনিক রূপালী বাংলাদেশ

ফয়সাল বিশ্বাসঃ লাদেশে তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগ তত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর (আইইডিসিআর)। আজ সংস্থাটির পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল তিনি জানিয়েছিলেন, যেকোন সময় বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হতে পারে। শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী ও দুই জন পুরুষ। তাদের মধ্যে দুইজন ইতালি ফেরত। অপরজন আক্রান্ত একজনের পরিবারের সদস্য। আইইডিসিআর পরিচালক জানিয়েছেন আরও তিনজনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বিশ^ব্যাপি করোনা ছড়িয়ে পড়ায় উচ্চ সতর্কতার মধ্যেই বাংলাদেশে করোনা রোগী সনাক্তের তথ্য প্রকাশ হলো।

এমন তথ্য প্রকাশের আগেই গতকাল থেকে বাংলাদেশসহ সাত দেশের সঙ্গে বিমান যোগাযোগ সাময়িক বন্ধ করে দেয় কুয়েত।
আইইডিসিআর জানিয়েছে, যারা বিদেশ থেকে আসছেন তারা সতর্কতার অংশ হিসেবে নিজেদের বাড়িতে অবস্থান করবেন। যাতে করোনার কোন ধরণের লক্ষণ ধরা পড়লে ব্যবস্থা নেয়া যায়। এতে অন্যরা সংক্রমণ ঝুঁকি থেকে রক্ষা পাবে। করোনা আক্রান্ত নন এমন ব্যক্তিদের মাস্ক ব্যবহার করার প্রয়োজন নেই বলেও জানিয়েছে আইইডিসিআর।

Related posts

বিশ্ব ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ#দৈনিক রূপালী বাংলাদেশ

News Desk

নুসরাত হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন ‘মূল পরিকল্পক’#দৈনিক রূপালী বাংলাদেশ

News Desk

ঘরে বিদ্যুতের সংযোগ নেই, বিল অনাদায়ে কারাগারে দিনমজুর মতিন#দৈনিক রূপালী বাংলাদেশ

News Desk

Leave a Comment