শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


আরিয়ান স্ট্যালিন

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ১১:৪৯ পিএম

কাশ্মীরে হামলা

সামরিক শক্তি প্রদর্শনে প্রস্তুত ভারত-পাকিস্তান

আরিয়ান স্ট্যালিন

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ১১:৪৯ পিএম

সামরিক শক্তি প্রদর্শনে প্রস্তুত ভারত-পাকিস্তান

ছবি: রূপালী বাংলাদেশ

ভারত-শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটেছে। কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। ইতিমধ্যে করাচি উপকূলের কাছে এ নিয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে দেশটি। আজ শনিবারের মধ্যে এই মিসাইল পরীক্ষা সম্পন্ন হবে জানিয়েছে পাকিস্তান। অপরদিকে, পাল্টা প্রস্তুতির অংশ হিসেবে ভারতও সামরিক তৎপরতা জোরদার করেছে।

বৃহস্পতিবার মিসাইল ধ্বংসের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। নিজেদের প্রযুক্তিতে তৈরি আইএনএস সুরাত থেকে এক নিম্ন-উড্ডয়ন মিসাইল সফলভাবে ধ্বংস করা হয়। ভারতীয় নৌবাহিনী জানায়, এতে তাদের প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাত্রা যোগ হয়েছে। 

উভয় দেশ পাল্টাপাল্টি পদক্ষেপ গ্রহণ করেছে, এর মধ্যে ভারতের একতরফাভাবে সিন্ধু পানিচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত অন্যতম। এই পরিস্থিতিতে পাকিস্তান পূর্ণ শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। বিশেষজ্ঞরা বলছেন, পানির অধিকার রক্ষায় পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। গতকাল পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর ভারত সিন্ধু পানিচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয়। ভারতের এই পদক্ষেপের ফলে ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা তীব্র হয়েছে। 

হিন্দুস্তান টাইমস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় অংশ নেওয়া পাঁচজন জঙ্গিকে শনাক্ত করেছে তদন্তকারীরা। এদের মধ্যে তিনজন পাকিস্তানি এবং দুজন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। পেহেলগামে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত জঙ্গিদের নাম ও স্কেচ (হাতে আঁকা ছবি) বৃহস্পতিবার প্রকাশ করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় অন্তত ২৬ জন নিহত হয়। তাদের অধিকাংশই ভারতীয় পর্যটক এবং একজন নেপালি নাগরিক। হামলার দায় স্বীকার করেছে ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’, যা পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়্যেবার সঙ্গে সম্পর্কিত। 

এদিকে পাল্টাপাল্টি এই সামরিক প্রস্তুতির মধ্যে ভাষার লড়াইও থেমে নেই। ভারতের সিদ্ধান্তকে ‘শিশুসুলভ’ আখ্যা দিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, আমরা ভারতকে যোগ্য জবাব দেব। এই জবাব কম হবে না। সাম্প্রতিক উত্তেজনায় দু’দেশের কূটনৈতিক সম্পর্ক ইতিমধ্যে হিমশীতল হয়ে পড়েছে। একে অপরের কূটনীতিক বহিষ্কার করেছে দুই দেশ। বন্ধ হয়েছে আকাশসীমাও। এখন সামরিক শক্তি প্রদর্শনের পালা শুরু হয়েছে সমুদ্র ও আকাশপথে।

চলমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মত বিশেষজ্ঞদের। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে নয়াদিল্লির উত্তেজনা নতুন মোড় নিয়েছে। এ হামলায় পাকিস্তানের মদদ আছে বলে অভিযোগ তুলেছে ভারত। যদিও তা ভিত্তিহীন বলে জানিয়েছে ইসলামাবাদ। দুই দেশের বিরোধ এখন চরমে রূপ নিয়েছে। 

দুই দেশকে বার্তা দিয়েছে জাতিসংঘ। গতকাল শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তেজনাকর পরিস্থিতিতে জাতিসংঘ দুই পারমাণবিক শক্তিধর দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেন, আমরা উভয় সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা সর্বোচ্চ সংযম প্রদর্শন করে এবং পরিস্থিতির অবনতি যেন আর না ঘটে তা নিশ্চিত করে। তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার যেকোনো বিষয় শান্তিপূর্ণ এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত।

অন্যদিকে অভিযুক্ত দুজনের বাড়ি বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে। বৃহস্পতিবার অনন্তনাগ জেলায় এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি। কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে কাশ্মীরে এক বিস্ফোরণে লস্কর-ই-তৈয়বা (এলইটি)-এর দুই সন্ত্রাসী আদিল হুসেন থোকার এবং আসিফ শেখের বাড়ি ধ্বংস হয়ে গেছে। তারা পেহেলগাম হামলায় জড়িত। তারা জানান, ওই দুজনের বাড়ির ভেতরে রাখা বিস্ফোরকে বাড়িগুলো ধ্বংস হয়। এতে কেউ হতাহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  আদিল হুসেন থোকার পেহেলগাম হত্যাকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত। আসিফ শেখও হামলার ষড়যন্ত্রে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারত ও পাকিস্তানের সেনা সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদন বলছে, পাকিস্তানি সেনারা ভারতীয় বাহিনীর নিরাপত্তা চৌকিতে গুলি ছোড়ার পর ভারতের সেনাবাহিনী এর জবাব দিয়েছে। সামরিক সূত্র এনডিটিভিকে এ তথ্য জানিয়েছে। ভারতের নিরাপত্তা বাহিনী পাকিস্তান সেনাবাহিনীকে ‘কার্যকরভাবে জবাব দিয়েছে’ জানিয়ে এনডিটিভি লিখেছে, এতে কেউ হতাহত হয়নি। সূত্র জানিয়েছে, পাকিস্তানের বাহিনী নিয়ন্ত্রণরেখা বরাবর কিছু জায়গায় ছোট অস্ত্র দিয়ে গুলি ছোড়ে।

কাশ্মীরের বান্দিপোরায় নিরাপত্তা বাহিনীর চালানো এক বিশেষ অভিযানে নিহত হয়েছে লস্কর-ই-তৈয়বার শীর্ষ কমান্ডার আলতাফ লাল্লি। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের দীর্ঘদিনের প্রচেষ্টায় এই ঘটনাকে একটি বড় সাফল্য হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। একই সঙ্গে, সম্প্রতি পেহেলগামে পর্যটকদের ওপর চালানো বর্বরোচিত হামলার পর এ হত্যাকাণ্ড সন্ত্রাসবিরোধী অভিযানে নতুন মাত্রা যোগ করেছে।

Link copied!