বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৭:০১ পিএম

চরফ্যাশনে চিলেকোঠায় শিশু বলাৎকার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৭:০১ পিএম

চরফ্যাশনে চিলেকোঠায় শিশু বলাৎকার

ফাইল ছবি

ভোলার চরফ্যাশনে তারাবি নামাজ পড়তে আসা এক শিশু বলাৎকারের শিকার হয়েছে। শুক্রবার রাতে তারাবি নামাজের সময় উপজেলা খাসমহল জামে মসজিদের ৩ তলায় এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। আহত শিশুটি বর্তমানে ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার জন্য অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আহত শিশুর পরিবার।

ভুক্তভোগী নির্যাতনের শিকার শিশুটি চরফ্যাশনের একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, শুক্রবার তারাবি নামাজের সময় (৭.২৩ মিনিট) মধ্য বয়সি এক ব্যক্তি ১০ বছর বয়সি এক শিশুকে  নিয়ে চরফ্যাশন খাসমহল জামে মসজিদের সামনে ঘোরাফেরা করছে। ৭টা ২৯ মিনিটের সময় শিশুটিসহ পাঞ্জাবি টুপিপড়া ওই মুসল্লি মসজিদের ভেতরে ঢুকছেন। এরপরই শিশুটিকে মসজিদের তিন তলায় নিয়ে যায়। রাত ৮টা ২৮ মিনিটের সময় শিশুকে পাঞ্জাবি টুপি খোলা অবস্থায় মসজিদ থেকে বের হয়ে যেতে দেখা যায়। পেছন দিয়ে মসজিদ থেকে বের হয়ে মোটরসাইকেলে দ্রুত শটকে পড়েন অভিযুক্ত যুবক। 

নির্যাতনের শিকার শিশুর পরিবার জানান, শুক্রবার রাতে তারাবি নামাজ পড়তে আলিয়া মাদ্রাসা মসজিদে যায় শিশুটি। সেখানে তার সঙ্গী মামাতো ভাইকে খুঁজে না পেয়ে বেরিয়ে আসার পথে পাঞ্জাবি-টুপি পড়া এক ব্যক্তি তাকে মোটরসাইকেলে ঘুরানোর প্রলোভন দেখিয়ে মোটরসাইকেলে তোলে। মাদ্রাসার মাঠ ও হেলিপ্যাড এলাকায় ঘুরানো শেষে কৌশলে শিশুটিকে খাসমহল জামে মসজিদের তিন তলায় নিয়ে বলাৎকার করে। তারাবি নামাজ পড়তে আসা অন্য শিশুরা বিষয়টি দেখতে পেলে দ্রুত স্থান ত্যাগ করেন অভিযুক্ত ব্যক্তি। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করান। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনার জন্য দায়ী ব্যক্তির বিচার চেয়েছেন নির্যাতনের শিকার শিশুর পরিবার।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি ঝুঁকিমুক্ত উল্লেখ করে উন্নত চিকিৎসা নিশ্চিতের কথা জানিয়েছেন চিকিৎসক।

চরফ্যাশন থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার জানান, ঘটনাটি শুনেছি। তবে এখনো ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরবি/আবু

Link copied!