বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ১১:৩১ এএম

খেয়া পারাপারে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ১১:৩১ এএম

খেয়া পারাপারে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ

ছবি: রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় খেয়া পারাপারে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ উঠেছে। এ যেন আগের সরকারের সেই জিম্মিদশা বজায় রেখেছে। তেগাছিয়া-সোনাতলা খেয়া পারাপারে যাত্রীদের জনপ্রতি পাঁচ টাকার পরিবর্তে জোর করে যাত্রীদের কাছ থেকে সর্বনিম্ন ১০ টাকা আদায় করা হচ্ছে।

বিগত সরকারের চাঁদা আদায়ের এই সিস্টেমকে আরেক রাজনৈতিক দলের অনুসারিরা সচল রেখেছে। বিষয়টি নিয়ে মানুষ সমালোচনা করছেন। প্রশ্ন করছেন এর শেষ হবে কবে।

খেয়ার চালকের দেওয়া তথ্যমতে, সোনাতলা নদী পারাপার হয়ে ওই পথে প্রতিদিন গড়ে পাঁচশ’ মানুষ খেয়া পারাপার হয়। আর এদের কাছ থেকে পাঁচ টাকা করে আদায় করা হলে দৈনিক অতিরিক্ত হাতিয়ে নেওয়া হচ্ছে অন্তত আড়াই হাজার টাকা। মাসে ৭৫ হাজার, বছরে কমপক্ষে ৯ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চাঁদাবাজ ওই চক্রটি।

খেয়ার আদায়কারী সজিব সহজভাবেই জানালেন, আওয়ামী লীগের লোকজন নাই। স্থানীয় গোলবুনিয়া গ্রামের গাজী বাড়ির দুজনে খেয়া চালায়। সাধারণ মানুষ ভয়ে, মান-ইজ্জত নষ্টের শঙ্কায় এখন আর প্রতিবাদ কিংবা অনুযোগ, ক্ষোভ কোনোটাই তেমন জানায় না। তাদের অনেকের প্রশ্ন, গত এক যুগ ধরে বলতে বলতে কখনো কয়েকদিন ঠিক ছিল। আবার যেই সেই।

স্থানীয়রা জানান, দিনে যাত্রী প্রতি ১০ টাকা নিলেও রাতে নেওয়া হয় আরও দ্বিগুন, তিনগুন বেশি। আবার মোটরসাইকেল পারাপার করলে নেওয়া হয় ৪০-৫০ টাকা। এভাবে নীরবে সাধারণ মানুষের পকেট থেকে চাঁদাবাজদের মতো বছরে ৯-১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার প্রক্রিয়া দমনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের।

ভুক্তভোগীরা এর অবসান চেয়েছেন। পাশাপাশি খেয়াঘাটে পারাপারের একটি রেটচার্ট টানানোর বিষয়টি নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ করেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, তিনি বিষয়টি নিরসনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিবেন।

আরবি/জেডআর

Link copied!