ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

মার্চ ফর গাজা কর্মসূচিতে লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৩

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ০৬:১২ পিএম
ছবি: সংগৃহীত

ইসরায়েলি আগ্রাসান বিরোধী মিছিল থেকে বিভিন্ন কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে কোনাবাড়ী থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন,গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল ইসলাম।

শনিবার (১২ এপ্রিল) রাতে কোনাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গেল শনিবার বিকেলে ইসরায়েলি আগ্রাসান বিরোধী মিছিল থেকে কোনাবাড়ীতে অবস্থিত পোশাক কারখানা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালায় দুষ্কৃতিকারীরা।

গ্রেপ্তাররকৃতরা হলেন- নেত্রকোনা জেলার মদন থানার তেতুলিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. হানিফ (১৯), সুনামগঞ্জ জেলার শাল্লা থানার বিষ্ণুপুর গ্রামের বিনদ দাসের ছেলে মনজিৎ দাস (২৫) এবং ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বাড়ইতলা গ্রামের আবু তাহেরের ছেলে মো. জাহিদ হাসান (২০)। তারা সবাই কোনাবাড়ী থানাধীন  বিভিন্ন এলাকায় বসবাস করতো।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল ইসলাম জানান, কোনাবাড়ীতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়াও এ ঘটনায় অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন তিনি।