সাতক্ষীরা সদরে সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাঁচজন সেনাসদস্য আহত হয়েছেন।
সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার ধুলিহর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সৈনিক রমজানে বুকে ও পায়ে আঘাত লেগেছে এবং সৈনিক সৈকত কপাল, মাথা ও বাম হাতের সোল্ডারে আঘাত পেয়েছেন।
এ ছাড়া আংশিক আহত হয়েছেন, সার্জেন্ট নজরুল, সৈনিক রায়হান ও মেহেদী। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে সেনাবাহিনীর একটি গাড়ি ধুলিহর বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা ৪-৫ জন সেনাসদস্য আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
অন্যদিকে, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।