ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৯:৪৬ পিএম
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন এলাকায় স্ত্রী সুরভী আক্তার হত্যা মামলায় স্বামী জসিম ওরফে রানাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি জসিম বরগুনা জেলার পাথরঘাটা আব্দুল জলিলের ছেলে। নিহত সুরভী মাদারীপুর জেলার চরমুগুরিয়া এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, ‘২০২০ সালের ৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন বাজার এলাকায় স্ত্রী সুরভীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী জসিম ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার চালায়। 

পরে পুলিশ তদন্ত করে স্বামীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত সাক্ষ্য গ্রহণ শেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।’