ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

যশোরে হাসপাতালের বাথরুমে নবজাতকের মরদেহ

যশোর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০৮:১১ পিএম
ছবি: সংগৃহীত

যশোর ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টার থেকে ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে মরদেহটি উদ্ধারের পর পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

শুক্রবার (২৫ এপ্রিল) ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে মরদেহ দাফন করা হবে। 

হাসপাতালের সহকারী ব্যবস্থাপক আসিফ নেওয়াজ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পরিচ্ছন্নতাকর্মী আল আমিন (১০১ নম্বর) মহিলাদের স্যাম্পল কালেকশন রুমের বাথরুম পরিষ্কার করতে যান। এ সময় তিনি বাথরুমের বাস্কেটে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের দেহ পড়ে থাকতে দেখেন। আল আমিন তাৎক্ষণিকভাবে বিষয়টি হাসপাতালের কর্মকর্তাদের অবগত করেন।

পরে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতেই পুলিশের কাছে নবজাতকের মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে। কোনো নারী পরিকল্পিতভাবে নবজাতকের মরদেহটি টয়লেটের বাস্কেটে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার আঞ্জুমান মফিদুল ইসলাম নবজাতকের মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করবেন বলে আসিফ নেওয়াজ নিশ্চিত করেছেন। 

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, কেউ দায় এড়াতে ছেলে নবজাতকের মরদেহটি বাথরুমের বাস্কেটে ফেলে রেখে গেছে। প্রকৃত ঘটনা জানতে তদন্ত শুরু হয়েছে। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে। ময়নাতদন্তের পর ওই নবজাতকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।