ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

নোয়াখালীতে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৩:১৩ পিএম
প্রতীকী ছবি

নোয়াখালীর সদর উপজেলায় বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের দালাল বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল আমিন কালা (৪২) উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সল্যাঘটাইয়া গ্রামের নূর আহমেদের ছেলে। 

স্থানীয়রা জানান, আবুল কালামসহ চার দিনমজুর জালিয়াল গ্রামের দালাল বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন। সকাল সাড়ে ৯টা থেকে বৃষ্টি শুরু হলে পৌনে ১১টার দিকে তাদের পাশেই বজ্রপাতের বিকট শব্দ শোনা যায়। এ সময় তিন দিনমজুর দৌঁড়ে নিরাপদে চলে যেতে সক্ষম হলেও নুরুল আমিনের হাতে গাছ কাটার করাত থাকায় তিনি নিরাপদে যেতে পারেননি। তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে সুধারাম থানার এএসআই রহমান মঞ্জুর জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নোয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, জেলা শহর মাইজদীতে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান, আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে।

গত কয়েক দিনের তাপদাহের পর সকালের বৃষ্টিতে আবহাওয়া শীতল হয়ে ওঠে। এতে জনজীবনে স্বস্তি ফিরলেও কৃষকরা জমিতে পাকা বোরো ধান কাটা, মাড়াই দেওয়া ও শুকিয়ে ঘরে তোলার কাজ নিয়ে চিন্তিত।