ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৪:৩১ পিএম
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, শনিবার  (২৬ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার বকুয়া ইউনিয়নের কিসমত ভৈষা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বকুয়া ইউনিয়নের কিসমত ভৈষা গ্রামের আব্দুল হাকিমের মেয়ে তাজরিন (১৩) ও একই গ্রামের জহুরুল ইসলামের মেয়ে জান্নাতুন (১০)। তাজরিন উপজেলার বহরমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ও জান্নাতুন কিসমত ভৈষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। 

ওসি জাকারিয়া মন্ডল বলেন, শনিবার দুপুরে তাজরিন, জান্নাতুনসহ আটজন কিশোরী বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে তাজরিন ও জান্নাতুন পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। এসময় সাথে থাকা অন্য কিশোরীরা চিৎকার শুরু করলে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি শুরু করে।

এক পর্যায়ে পুকুরের পানিতে তাজরিন ও জান্নাতুনের লাশ ভেসে ওঠে। পরে পুকুর থেকে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে স্বজনেরা। 

ওসি জাকারিয়া মন্ডল বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তাদের পরিবারের কোন অভিযোগ নেই। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।