ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

সোনারগাঁয়ে কারখানা গুঁড়িয়ে দিল তিতাস

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৭:২৫ পিএম
সোনারগাঁয়ে ভেকু দিয়ে অবৈধ চুনা কারখান গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ছবি: রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ চুনা ও ঢালাই কারখানায় অভিযান পরিচালনা করে একটি কারখানা ভেকু দিয়ে গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী কর্তৃপক্ষ। 

রোববার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর ও জৈনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ সংযোগের অভিযোগে কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়।

এ অভিযান পরিচালনা করেন জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগীয় সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন রায়।

তিতাস গ্যাস এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট শাখার ব্যবস্থাপক সুরজিত সাহা বলেন, ‘দীর্ঘদিন যাবত অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে একটি চক্র চুনা কারখানা ও ঢালাই কারখানা চালিয়ে আসছিল।

তিনটি কারখানার সংযোগ বিচ্ছিন্ন করে ভেকু দিয়ে কারখানাটি ভেঙে দেয়া হয়েছে এবং অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ব্যবহৃত জিনিস জব্দ করা হয়েছে।’