সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৮:০৯ পিএম

ঈশ্বরদীতে ৩ আ.লীগ নেতাকে পুলিশে দিল জনতা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৮:০৯ পিএম

ঈশ্বরদীতে ৩ আ.লীগ নেতাকে পুলিশে দিল জনতা

পুলিশে সোপর্দ তিন ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা। ছবি: রূপালী বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে প্রায় ২ ঘণ্টা ইউনিয়ন পরিষদে অবরুদ্ধের পর তিন ইউপি সদস্য (মেম্বার) ও আওয়ামী লীগ নেতাকে থানা পুলিশে সোপর্দ করেছে সাধারণ জনতা। 

রোববার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশে সোপর্দ ওই তিন ইউপি সদস্য হলেন- দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন বাকি ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন খান এবং ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য রফিকুল ইসলাম মাঝি।

স্থানীয় বাসিন্দা একরাম হোসেন জানান, দীর্ঘদিন পর তারা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে যান। সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাই তাদের পরিষদের কার্যালয়ে আসার খবর পেয়ে এলাকাবাসী আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে দুপুর ২টার দিকে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

ঘটনা সূত্রে জানা যায়, ৫ আগস্ট হাসিনা সরকার পালানোর পর থেকেই ৩ মেম্বার ইউনিয়ন পরিষদে আসতেন না। এরপর তাদের দাপ্তরিক কাজে সমস্যা হওয়ার কারণে দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদে এক সঙ্গে হাজির হন।

এ সময় তাদের উপস্থিতি সাধারণ জনগণের নজরে আসলে পরিষদে একত্রিত হতে থাকেন। এবং তাদের পরিষদের মধ্যে অবরুদ্ধ করে রাখেন। প্রায় ২ ঘণ্টা পর ঈশ্বরদী থানা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে ঈশ্বরদী থানায় নিয়ে যান।

দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলভ মালিথা বলেন, ‘এই তিন ইউপি সদস্য আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে দলবদ্ধভাবে পরিষদে যান। তারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসনামলে বিএনপির দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এ ছাড়া সাধারণ মানুষকে হয়রানি করেছে।’

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম জানান, ‘পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।’ তাদের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি-না তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!