ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

শহিদ বাবার কবরের পাশে চিরনিদ্রায় লামিয়া

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ১১:১৪ পিএম
সন্ধ্যায় পাংগাশিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে লামিয়ার জানাজা। ছবি: রূপালী বাংলাদেশ

জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হলো মেয়ে লামিয়া।

রোববার (২৭ এপ্রিল) রাতে পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে নিজ বাড়িতে তাকে সমাহিত করা হয়েছে।

এর আগে, সন্ধ্যায় পাঙ্গাশিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে লামিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী  জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) সারজিস আলম, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক, দুমকি থানা অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, পটুয়াখালী জেলা জামায়াতের আমির আইনজীবী নাজমুল আহসান প্রমুখ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতা-কর্মীসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

গত শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুর শেখেরটেক ৬নং রোডে ভাড়া বাসায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে লামিয়া। 

ময়না তদন্ত শেষে রোববার সন্ধ্যায় তার মরদেহ পটুয়াখালীর দুমকিতে পাঙ্গাশিয়া গ্রামে পৌঁছালে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, গত ১৮ মার্চ সন্ধ্যায় বাবার কবর জিয়ারত করে নানা বাড়িতে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া। তিনি ওই ঘটনার দুইদিন পর গত ২০ মার্চ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছিলেন। মামলার এজাহারভুক্ত দুই আসামি সাকিব মুন্সী ও সিফাত মুন্সী আদালতের আদেশমতে কারাগারে আছেন।