বসবাসযোগ্য নগরী গড়ে তুলতে কোনো প্রভাবশালী বা শক্তিশালী মহলকেও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।
সোমবার (২৮ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় রাজউকের নারায়ণগঞ্জ জোনাল অফিসের (জোন-৮) নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
রাজউক চেয়ারম্যান বলেন, নিয়মের ব্যত্যয় ঘটিয়ে নির্মিত ভবনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। নির্মাণাধীন ভবনে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং রাজউকের কোনো কর্মকর্তা যদি অনিয়মে জড়িত থাকেন, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে যেসব কর্মকর্তা অতীতে অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, রাজউক সবসময়ই বাসযোগ্য ও নিরাপদ নগরী গড়তে জনগণকে সেবা দিয়ে যাচ্ছে। তাই জনগণেরও উচিত নিয়ম মেনে ভবন নির্মাণ করা ও রাজউককে সহযোগিতা করা।