ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

চোরের ‘থাবায়’ বিপর্যস্ত কালীগঞ্জের খামারিরা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ০৪:৫০ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জে গরু চুরির ঘটনা নিত্যদিনের খবর হয়ে উঠেছে। প্রশাসনের নানা উদ্যোগ, পিকআপ জব্দ, চোর আটক, এসবের পরও থামছে না গরু চুরি।

রোববার (২৭ এপ্রিল) রাতে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের বাঙ্গালগাঁও গ্রামে সোহান শেখের বাড়ি থেকে দুটি গাভী চুরি হয়।

সোহানের মতো অসংখ্য খামারি ও কৃষক গরু চুরির আতঙ্কে রয়েছে বলে এলাকাবাসী জানান। 

ভুক্তভোগী সোহান শেখ বলেন, ‘পুলিশ গরু উদ্ধার করে, চোর ধরে, কিন্তু গরু চুরি বন্ধ হয় না।’ 

স্থানীয়রা জানান, রাত জেগে গরু পাহারা দিতে হয়। চোর ধরা পড়লেও আইনি প্রক্রিয়া বা শাস্তির ভয় নেই বলেই বারবার চুরি হচ্ছে।’

স্থানীয় কয়েকজন বলেন, ‘পুলিশের পাশাপাশি আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় গরু চোরদের প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। তাহলে কিছুটা হলেও গরু চুরি রোধ হবে।’

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ‘যেসব এলাকায় গরু চুরির প্রবণতা বেশি, সেখানে পুলিশ টহল জোরদার করেছে। সম্প্রতি অভিযান চালিয়ে গরু উদ্ধার, পিকআপ জব্দ ও চোর আটক করেছি।’