মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ০৭:৫৩ পিএম

স্কুলের মাঠে ধান মাড়াই, বাধা দেওয়ায় প্রধান শিক্ষককে মারধর

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ০৭:৫৩ পিএম

স্কুলের মাঠে ধান মাড়াই, বাধা দেওয়ায় প্রধান শিক্ষককে মারধর

প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিদ্যালয়ের মাঠে ধান মাড়াই করতে বাধা দেওয়ায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ওই প্রধান শিক্ষক।

সোমবার (২৮ এপ্রিল) সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাহের বানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহত প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্র থেকে জানা যায়, এলাকার হোসেন আলীর ছেলে মো. শাহজাহান মিয়া (৫৫) ও আনিছুল হক (৫০) নামের দুই ব্যক্তি ১৫ দিন ধরে বিদ্যালয়ের মাঠ দখলে নিয়ে নিজেদের পারিবারিক কাজ ছাড়াও ধান মাড়াই ও খড় শুকানোর কাজ করছেন।

সোমবার বিদ্যালয়ে শ্রেণিকক্ষের বারান্দাসহ পুরো মাঠে ধানের আঁটি ও বিস্তর খড় মাঠজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রাখতে দেখা যায়। এতে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশে প্রতিবন্ধকতা, এমনকি মাঠে অ্যাসেম্বেলি করতেও পারছে না। এ নিয়ে এলাকার শাহজাহান মিয়া ও আনিছুল হককে বললে তারা উত্তেজিত হয়ে যান।

প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বলেন, ‘শাহজাহান মিয়া ও আনিছুল হক আমাকে টেনেহিঁচড়ে মারধরসহ অপমান-অপদস্থ করেছেন। পরে আমি চিৎকার দিলে লোকজন ছুটে আসেন। পরে তারা আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।’

এ বিষয়ে নান্দাইল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!