ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিদ্যালয়ের মাঠে ধান মাড়াই করতে বাধা দেওয়ায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ওই প্রধান শিক্ষক।
সোমবার (২৮ এপ্রিল) সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাহের বানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র থেকে জানা যায়, এলাকার হোসেন আলীর ছেলে মো. শাহজাহান মিয়া (৫৫) ও আনিছুল হক (৫০) নামের দুই ব্যক্তি ১৫ দিন ধরে বিদ্যালয়ের মাঠ দখলে নিয়ে নিজেদের পারিবারিক কাজ ছাড়াও ধান মাড়াই ও খড় শুকানোর কাজ করছেন।
সোমবার বিদ্যালয়ে শ্রেণিকক্ষের বারান্দাসহ পুরো মাঠে ধানের আঁটি ও বিস্তর খড় মাঠজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রাখতে দেখা যায়। এতে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশে প্রতিবন্ধকতা, এমনকি মাঠে অ্যাসেম্বেলি করতেও পারছে না। এ নিয়ে এলাকার শাহজাহান মিয়া ও আনিছুল হককে বললে তারা উত্তেজিত হয়ে যান।
প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বলেন, ‘শাহজাহান মিয়া ও আনিছুল হক আমাকে টেনেহিঁচড়ে মারধরসহ অপমান-অপদস্থ করেছেন। পরে আমি চিৎকার দিলে লোকজন ছুটে আসেন। পরে তারা আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।’
এ বিষয়ে নান্দাইল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।