নড়াইলের কালিয়ায় খাবারের প্রলোভন দেখিয়ে সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তারিক চৌধুরী (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে কালিয়া উপজেলার মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার তারিক চৌধুরী (৩৩) কালিয়া উপজেলার মির্জাপুর গ্রামের মুক্তার চৌধুরীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ওসি মো. রাশেদুল ইসলাম ও ভুক্তভোগী শিশুর প্রতিবেশী।
ভুক্তভোগী শিশুটির মা বলেন, ‘সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে আমি আমার শিশু মেয়েকে গোসল করানোর জন্য বাড়ির পাশের একটি পুকুরে নিয়ে যাই। পরে আমাকে পুকুর পাড়ে রেখে মেয়েটি বাড়িতে সাবান আনতে যায়। দীর্ঘ সময় পার হলেও সে সাবান নিয়ে না আসায় আমি তাকে খুঁজতে বের হই। খোঁজাখুঁজির একপর্যায়ে দেখি তারিক আমার মেয়েকে নিয়ে তার ঘর থেকে বের হচ্ছে আর আমার শিশু মেয়ে কান্না করছে। কান্নার কারণ জানতে চাইলে তখন আমার মেয়ে বলে তারিক আমার প্যান্ট খুলে এসব করছে। তখন তারিকের মায়ের কাছে এ বিষয়ে নালিশ করলে কথা কাটাকাটির একপর্যায়ে স্থানীয় লোকজন জড়ো হয়। সে সময় তারিককে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশকে খরব দেয়। পুলিশ এসে তারিককে গ্রেপ্তার করে। আমি এর যথাযথ বিচার চাই।’
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আসিফ আকবর বলেন, ‘শিশুটি নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।’
এ বিষয়ে কালিয়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’
আপনার মতামত লিখুন :