মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


খুলনা ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ১২:৪২ পিএম

খুলনায় যুবকের রহস্যজনক মৃত্যু 

খুলনা ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ১২:৪২ পিএম

খুলনায় যুবকের রহস্যজনক মৃত্যু 

প্রতীকী ছবি

খুলনার কাশেম সড়কে মো. রাসেল (২৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) গভীর রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ওই যুবকের মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল পেশায় মাছের আড়তের শ্রমিক ছিলেন এবং রূপসা নতুন বাজার এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. রফিকের ছেলে। বিয়ের পর তিনি স্ত্রী ইশাকে নিয়ে খুলনা সদর থানার ৫ নম্বর কাশেম সড়কের নাসির নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন। 

সোমবার গভীর রাতে ওই বাড়িতে পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে আশপাশের লোকজনের মনে কৌতূহলের সৃষ্টি হয়। স্থানীয়রা জানতে পারে রাসেল গুরুতর অসুস্থ, তাকে চিকিৎসার জন্য পুলিশ হাসপাতালে নিচ্ছে। পরবর্তীতে তারা জানতে পারেন রাসেল মারা গেছেন।

তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য রাতে থানায় নিয়েছে পুলিশ।

খুলনা সদর থানার এসআই নান্নু মণ্ডল জানান, রাসেল ও তার স্ত্রীর মধ্যে রাতে কথা কাটাকাটি হয়। এরপর ইশা গোসলের জন্য বাথরুমে গেলে রাসেল নিজ কক্ষে ওড়না ব্যবহার করে ফ্যানের হুকে ঝুলে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। স্ত্রী ইশাকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে বলেও তিনি জানান।
 

রূপালী বাংলাদেশ

Link copied!