বগুড়ার ধুনটে বিপন্ন প্রজাতির একটি কালোমুখো দলছুট হনুমান লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। কখনো গাছের ডালে আবার কখনো ঘরের চালে কিংবা মাটিতে বসে খেলা করছে কালোমুখো হনুমানটি। বনের হনুমান লোকালয়ে আসায় দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। আবার কেউ বিরক্ত করলে হনুমানটি মুখে ভেংচি কেটে ভয়ও দেখাচ্ছে। তবে মানুষ দেখে হনুমানটি কিছুটা অস্থিরতাবোধও করছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে ধুনট উপজেলার ভাঙনকবলিত যমুনা পাড়ের ভান্ডারবাড়ি ইউনিয়নের কয়েকটি গ্রামে দেখা গেছে বিলুপ্ত এই বন্যপ্রাণীটি। ইতোপূর্বে ওই এলাকায় আরও বেশ কয়েকবার কালোমুখো হনুমানের দেখা মিলেছে।
স্থানীয় এক শিক্ষক জানান, ‘হনুমানটির মধ্যে শান্ত ভাব আছে। কারো কোনো ক্ষতি করেনি। প্রকৃতির বিরূপ পরিবর্তনের ফলে বন্যপ্রাণীরা এখন অস্তিত্ব সংকটে পড়েছে। এ ছাড়া বন উজাড় হয়ে যাওয়ায় বন্যপ্রাণীদের আবাসস্থলও সংকুচিত হয়েছে। তাই এসব বন্যপ্রাণী খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসছে। তবে বন্যপ্রাণী লোকালয়ে নয়, সংরক্ষণের দাবি করেছেন তিনি।’
দলছুট হয়ে লোকালয়ে আসা হনুমানের কোনো ক্ষতি বা বিরক্ত না করতে সবার প্রতি অনুরোধ জানিয়ে কলেজছাত্র আতিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে বিপন্ন তালিকায় স্থান পাওয়া প্রাণীদের একটি কালোমুখো হনুমান। এরা দলবদ্ধ হয়ে বসবাস করা বৃক্ষচারী শান্তিপ্রিয় প্রাণি। কিছুদিন পর আবার সে তার এলাকায় ফিরে যাবে।’
আপনার মতামত লিখুন :