ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

নাগরপুরে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০১:৩১ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের নাগরপুরে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আলোকদিয়া নোয়াই নদীতে পরিচালিত এ অভিযানে মাটি কাটার সময় ব্যবহৃত তিনটি ভেকু ও চারটি মাটির ট্রলির ব্যাটারি জব্দ করা হয়। একইসঙ্গে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. সুজন মিয়া ও ইছাক মিয়াকে পরিবেশ আইন-১৯৯৫ এর ৬ (ঙ) ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান ও সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান জানান, ‘অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।’