ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এরমধ্যে নাসিরনগর উপজেলার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে।
এ ছাড়া সদর উপজেলার সেন্দ গ্রামে ৭ বছরের এক শিশুকে বখাটের কাছে বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শিশুটির বাবা সোমবার (২৮ এপ্রিল) রাতে বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। এতে গ্রামের আহাদ মিয়ার ছেলে শাহ আলমকে আসামি করা হয়।
মামলা দায়েরের পর সোমবার রাতেই সেন্দ গ্রামের নিজ বাড়ি থেকে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
শিশুটির বাবা জানান, ‘আমার ছোট শিশুকে শাহ আলম ডেকে নিয়ে পাশের এক ঝোঁপে বলাৎকার করে। তার পায়ুপথে রক্তক্ষরণ হয়। কান্নাকাটি করতে দেখে জিজ্ঞাসা করলে সে শাহ আলমের নাম বলে। পরে ছেলেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক ভর্তি নেন।বর্তমানে সে সদর হাসপাতালে চিকিৎসাধীন।’
সদর থানার তদন্ত কর্মকর্তা মো. তানভীর বলেন, ‘অভিযোগ পাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে শাহ আলমকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনা স্বীকার করে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’
অন্যদিকে, একই দিন অন্য এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে নাসিরনগরের এক মাদ্রাসা শিক্ষক মো. ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) সকালে মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইসমাইল রংপুর জেলার বাসিন্দা।
নাসিরনগর থানার ওসি মো. খাইরুল আলম বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।’