মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৬:২৬ পিএম

৭৫ বছর বয়সে স্নাতক পাস করলেন নাটোরের সাদেক

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৬:২৬ পিএম

৭৫ বছর বয়সে স্নাতক পাস করলেন নাটোরের সাদেক

ছবি: রূপালী বাংলাদেশ

নাটোরে ৭৫ বছর বয়সে স্নাতক ডিগ্রি অর্জন করে আলোড়ন সৃষ্টি করেছেন সাদেক আলী নামে এক ব্যক্তি। তিনি নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের খাজুরা গ্রামের বাসিন্দা।

সাদেক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২২ সালের বিএ ও বিএসএস পরীক্ষায় ২.৭৫ সিজিপিএ পেয়ে উত্তীর্ণ হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, অদম্য ইচ্ছাশক্তি ও নিরলস পরিশ্রমই তাকে এই সাফল্য এনে দিয়েছে। সাদেক আলী ১৯৭৪ সালে এসএসসি ও ১৯৭৬ সালে এইচএসসি পাস করলেও আর্থিক অনটনসহ নানা কারণে তখন উচ্চশিক্ষার স্বপ্ন থেমে যায়।

তবে, স্বপ্ন থেকে তিনি সরে যাননি। অবশেষে ২০২০ সালে তিনি বাউবি’র দিঘাপতিয়া এম.কে. কলেজ (নাটোর সদর) থেকে স্নাতক কোর্সে ভর্তি হন এবং ২০২২ সালে পরীক্ষায় অংশ নিয়ে সফলতা অর্জন করেন।

সাদেক পেশায় একজন কৃষক। তিন সন্তানের জনক সাদেক আলীর ছোট ছেলে মো. নাসির উদ্দিন সহকারী অধ্যাপক (ইংরেজি) এবং বাউবির টিউটর। তার দুই মেয়ে কামিল পাস করে গৃহিণী হিসেবে জীবনযাপন করছেন। 

নাটোর বাউবির দিঘাপতিয়া এম. কে. কলেজের শিক্ষক ও তার ছেলে নাসির উদ্দিন বলেন, ‘২০২৪ সালের ১ জানুয়ারি এক মোটরসাইকেল দুর্ঘটনায় বাবার বাম পায়ের দুটি হাড় ভেঙে যায়। দীর্ঘ দুই মাস চিকিৎসাধীন থাকার পর ক্রাচে ভর দিয়ে তিনি ৩য় থেকে ৬ষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করেন।’

ছেলের ভাষায়, ‘বাবার অসীম মনোবল ও আত্মবিশ্বাসই তাকে এ অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করেছে। এখনো তিনি পুরোপুরি সুস্থ নন।’

বাউবির বরিশাল আঞ্চলিক পরিচালক ড. মো. আজিজুল হক বলেন, ‘বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি হাজারো মানুষের স্বপ্ন পূরণের ঠিকানা। সাদেক আলীর মতো শিক্ষার্থীরাই প্রমাণ করেছেন, বয়স কখনো শিক্ষার বাধা হতে পারে না।’

Link copied!