নারীদের জন্য টেকসই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নানামুখী কর্মসূচি বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাঙামাটি সার্কিট হাউজ মিলনায়তনে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
কেয়া খান বলেন, ‘সরকারের মূল লক্ষ্য হলো দেশের কর্মক্ষম বয়সের অতি দরিদ্র নারীদের আয়বর্ধনমূলক কাজের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক স্বাবলম্বী করে তোলা। যাতে তারা নিজেদের খাদ্য নিরাপত্তা,পুষ্টির চাহিদা পূরণ ও আর্থিক অবস্থার উন্নয়নের পাশাপাশি জাতীয় অর্থনীতির উন্নয়নে অবদান রাখতে পারেন।’
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)-এর সভাপতিত্বে মহিলাবিষয়ক অধিদপ্তরের পরিচালক নাঈমা ইসলাম, উপ-পরিচালক (প্রশাসন) নিলুফার রহমান, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরানুল হক ভূঁইয়া, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক অনুকা খীসা প্রমুখ।