সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে ফেনীতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে ফেনী জজ কোর্ট প্রাঙ্গণে ফোরামের ফেনী শাখার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফেনী শাখার সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থপাল চৌধুরীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাহাব উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া, ফোরামের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী মোরশেদ, প্রচার সম্পাদক অ্যাডভোকেট হুমায়ন কবির বাদল ও সহ-প্রচার সম্পাদক অ্যাডভোকেট জিয়াউদ্দিন প্রমুখ।
এর আগে, কোর্ট আঙিনা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে ডিসি কার্যালয় ও পুলিশ সুপার কার্যালয় প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
বক্তারা বলেন, বিচারপতি এবিএম খায়রুল হক ফ্যাসিবাদের দোসর ছিলেন। তিনি শেখ হাসিনার বিচারিক ব্যবস্থায় নিরীহ মানুষের ওপর জুলুম-নির্যাতন করেছেন। বিএনপি ও জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলায় অভিযুক্ত করেন। এতে তাদের জীবন ধ্বংস হয়।
বর্তমান সরকারকে বিষয়টি আমলে নিয়ে তাকে দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান তারা।
আপনার মতামত লিখুন :