রংপুরে মাহমুদুল হাসান নামে এক সাংবাদিককে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের রংপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তার ঠিকানায় দুটি কাফনের কাপড়সহ হুমকির চিঠি পাঠানো হয়।
মাহমুদুল হাসান বলেন, কুরিয়ারে পাওয়া পার্সেলে কাফনের কাপড়ের সঙ্গে দুটি প্রিন্ট করা চিঠি ছিল। চিঠিতে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
তার দাবি, পার্সেলের প্রেরকের ঠিকানায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও রংপুরের গঙ্গাচড়ার ঠিকানা ব্যবহার করা হয়েছে। তবে, প্রেরক হিসেবে পীরগঞ্জের আরেক সাংবাদিক মিলনের নাম ও মোবাইল নম্বর ব্যবহার করা হয়, যা সন্দেহজনক।
তিনি বলেন, পীরগঞ্জের একটি ইটভাটার মালিক ও ইউপি চেয়ারম্যান এ কাজ করতে পারে। পূর্বে সংবাদ প্রকাশ করার কারণে অনেক হুমকি-ধমকি দিয়ে আসছিল তারা। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি পীরগঞ্জ থানার ওসিকে জানিয়েছি। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পীরগঞ্জ থানায় অপেক্ষা করছি।
রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলেন, এ ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি। দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
রিপোর্টার্স ক্লাব রংপুরের সভাপতি শাহ বায়জিদ আহমেদ বলেন, সাংবাদিকদের ভয় দেখিয়ে কেউ সাংবাদিকতার কণ্ঠস্বর রোধ করতে পারবে না। কাফনের কাপড় পাঠিয়ে যে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়েছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। প্রশাসনের প্রতি আহ্বান জানাই, দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।