নরসিংদীর শিবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নরসিংদী পৌর শহরের ভেলানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর থানার ওসি মো. আফজাল হোসাইন।
শেখ কামাল হোসেন (৫০) নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের মৃত শেখ মফিজ উদ্দিনের ছেলে।
শিবপুর থানার ওসি জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন শেখ কামাল হোসেন।
গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী পৌর শহরের ভেলানগর এলাকা থেকে শেখ কামাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ত্রাস দমন আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।