ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ১০:৪৪ পিএম
বাড্ডা ও বাড়াইল গ্রামের মানুষ সংঘর্ষে জড়ায়। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার বাড্ডা ও বাড়াইল গ্রামের মধ্যে এ সংঘর্ষ বাঁধে। 

বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টানা আড়াই ঘণ্টা চলে সংঘর্ষ। 

সংঘর্ষে নিহত ব্যক্তির নাম আজিজ মিয়া (৪৫)। তিনি বাড্ডা গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে।

গুরুতর আহত দু’জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল সলিমগঞ্জ বাজারে টাকা ভাংতি নিয়ে বাড্ডা গ্রামের ইসাক মিয়া ও এক দোকানদারের মধ্যে বিরোধ হয়।

এ ঘটনার জেরে বাড়াইল গ্রামের একটি বাড়িতে হামলা করা হয়। পরে উভয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় ১০ জন আহত হন।

সেই ঘটনার জেরে মঙ্গলবার আবারও সংঘর্ষ বাঁধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আজিজ মিয়া নিহত হন। 

নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ থাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।