ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

নিষিদ্ধ ছাত্রলীগ কোপাল বৈষম্যবিরোধীর ২ কর্মীকে

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ১১:১৪ পিএম
আহত বৈষম্যবিরোধীর দুই নেতা তায়েন ও মিল্লাত। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা বৈষম্যবিরোধীর দুই কর্মীকে কুপিয়েছেন। ঘটনাটি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ঘটেছে।

সোমবার (২৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন-সিলেটের বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য সৈয়দপুর হারিকোণা গ্রামের মো. তায়েন মিয়া এবং একই এলাকার মিল্লাত খান।

আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত দুইটার দিকে বৈষম্যবিরোধীর ওই দুই কর্মী নদীতে মাছ শিকারে গেলে, সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ জীবান, একই এলাকার ছাত্রলীগ নেতা সৈয়দ তায়েক, কর্মী অলিউর রহমান ও আসাদুর রহমান তাদের ওপর এ হামলা চালান।

এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তায়েন ও মিল্লাতকে আহত করে সেখান থেকে পালিয়ে যান। পরে এলাকাবাসী তাদেরে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই আসামিদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।