ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

গাজীপুরের দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ১২:৫৪ পিএম
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা কারখানা দুটির নোটিশ। ছবি: রূপালী বাংলাদেশ

গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত ‘এম এম নিটওয়্যার লিমিটেড’ ও ‘মামুন নিটওয়্যার লিমিটেড’ কারখানা দুটি শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

বুধবার (৩০ এপ্রিল) সকাল ৮টায় শ্রমিকরা কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।   
 
কারখানা দুটির সহকারী ব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ বিভাগ) আরিফুর রহমানের সই করা কারখানা বন্ধের নোটিশে উল্লেখ করা হয়, এমএম ও মামুন নিটওয়্যার লিমিটেডে কর্মরত সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মঙ্গলবার (২৯ এপ্রিল) আনুমানিক সকাল ৮টার সময় কারখানা চালু হলে গার্মেন্টস ডিভিশন, স্ক্রিন প্রিন্টিং ও এমব্রয়ডারি বিভাগের শ্রমিকেরা কারখানায় প্রবেশ করে নিজেদের কাজের প্রতি ইচ্ছাকৃতভাবে অবাধ্যতা প্রকাশ করেন। অবৈধভাবে কাজ বন্ধ করে উচ্ছৃঙ্খলতা করেন।

নোটিশে আরও জানানো হয়, কারখানা কর্তৃপক্ষ ওই ডিভিশনের শ্রমিকগণকে তাদের কাজ শুরু করার জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা কোনো যৌক্তিক কারণ ছাড়া কারখানায় উপস্থিত হয়েও কাজ করা থেকে বিরত থাকেন। এর ফলে কারখানা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওই শ্রমিকদের এরূপ আচরণ বেআইনি ধর্মঘটের শামিল। এ অবস্থায় কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে বুধবার (৩০ এপ্রিল) সকাল ৮ টা থেকে ‘বাংলাদেশ শ্রম আইন-২০০৬’  (সংশোধনী-২০১৩ ও ২০১৮) এর ১৩ (১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য অত্র কারখানার গার্মেন্টস ডিভিশনের সব শাখা বন্ধ ঘোষণা করল।

পরবর্তীতে অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানার ওই ডিভিশনের শাখাগুলো খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে।  
 
নাম প্রকাশ না করার শর্তে এমএম নিটওয়্যার লিমিটেডের একজন সুইং অপারেটর জানান, আমাদের কারখানায় কিছু শ্রমিক ছাঁটাই করা হয়েছে। তাদের মজুরিও পরিশোধ করা হয়েছে। কিন্তু মালিক পক্ষের লোকজন ছাঁটাইকৃত কয়েকজন শ্রমিককে মারধর করায় আমরা কাজ বন্ধ করে বসে থাকি। পরে মঙ্গলবার রাত ১০টার সময় শুনি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।  

এমএম নিটওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. মনোয়ার হোসেন জানান, ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য কারখানার গার্মেন্টস ডিভিশনের সব শাখা বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, একটি গুজব ছড়িয়েছে মালিক পক্ষের লোকজন ছাঁটাইকৃত এক শ্রমিককে মারধর করেছে যা সম্পূর্ণ ভিত্তিহীন।