মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার একটি গ্রাম যেন যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছে। বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে উদ্ধারকৃত একটি মর্টার শেল বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে অর্ধশত বাড়ি।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে উদ্ধার হওয়া মর্টার শেলটি ধ্বংস করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি বোমা ডিসপোজাল ইউনিট। ওই গ্রামে মসজিদ সংলগ্ন এক জমিতে মর্টার শেলটি বিস্ফোরণ করেন তারা। এ সময় বিকট শব্দে কেঁপে উঠে আশপাশের গ্রাম।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্রতা এতটা বেশি ছিল যে, প্রায় তিনশ মিটার দূরের দোকানের প্রায় সবকিছু উড়ে যায়। শুধু তাই নয়, আশপাশের অন্তত ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মসজিদ ও বিল্ডিংয়ে ফাটল ধরেছে। তীব্র শব্দে মারা গেছে গোয়ালে থাকা গরু, বাছুর।
স্থানীয় ক্ষতিগ্রস্তরা ক্ষোভ প্রকাশ করে জানান, কেন বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা মর্টার শেলটি দূরে কোথাও না নিয়ে এখানেই বিস্ফোরণ ঘটাল? এখানে বিস্ফোরণের ফলে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে এই ঘটনার পর স্থানীয়দের জনরোষে পড়েছে পুলিশ ও গণমাধ্যমকর্মীরা।