চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২০ লাখ টাকার ১টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।
সাতক্ষীরার সদর উপজেলার আবাদের হাট এলাকা থেকে স্বর্ণ উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় চোরাচালানকারিরা পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
বুধবার (৩০ এপ্রিল) সকালে বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, স্বর্ণ পাচারের তথ্যের ভিত্তিতে ঝাউডাংগা ক্যাম্পের হাবিলদার মো. আমিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সন্দেহজনক এক ব্যক্তি সাতক্ষীরা শহর থেকে সীমান্ত এলাকায় যাচ্ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থামতে বললে সে হাতে থাকা ছোট একটি ব্যাগ ফেলে দৌড়ে গভীর জঙ্গলে পালিয়ে যায়।
পরবর্তীকালে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে স্কচটেপে মোড়ানো অবস্থায় ১৩৮ গ্রাম ১০০ মিলিগ্রাম ওজনের ১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারটির মূল্য ২০ লাখ ৪২ হাজার ৯০০ টাকা।
বিজিবি জানায়, সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা ট্রেজারি অফিসে উদ্ধার হওয়া স্বর্ণের বার জমা করা হয়েছে।