বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৫:৪৪ পিএম

ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৫:৪৪ পিএম

ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হাসপাতালে নিহতের পরিবারের আহাজারী। ছবি: রূপালী বাংলাদেশ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে সদর উপজেলার দিঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম মোশাররফ হোসেন (৪৫)। তিনি দিঘিরপাড় গ্রামের সমশের আলী মোল্লার ছেলে। মোশাররফ পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিঘিরপাড় গ্রামে মোশাররফ হোসেন ও কুদ্দুস মোল্লার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দু’জনই পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। শেখ হাসিনার পতনের পর তারা বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন।

এদের মধ্যে মোশাররফ হোসেন সাবেক ইউপি সদস্য আলিমুদ্দিন মেম্বারের এবং কুদ্দুস মোল্লা রেজোয়ানের পক্ষের সমর্থক। আলিমুদ্দিন মেম্বার বিএনপি নেতা শাহাবুরের সমর্থক।

রেজোয়ান অপর বিএনপি নেতা জাহিদ বিশ্বাসের সমর্থক। যার কারণে মোশাররফ ও কুদ্দুসের বিরোধ রাজনৈতিকভাবে রূপ নেয়।

এরই জেরে দুপুরে দিঘিরপাড় গ্রামে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে তাদের মধ্যে কয়েকজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সার্বিক পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Link copied!