ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

হিন্দু-মুসলিম ভেদাভেদ ভুলতে হবে : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৭:২৪ পিএম
ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: রূপালী বাংলাদেশ

হিন্দু-মুসলিম ভেদাভেদ ভোলার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৩০ এপ্রিল) ঠাকুরগাঁও সদরের লক্ষীরহাট উচ্চবিদ্যালয় মাঠে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

হিন্দু সম্প্রদায়ের লোকজনের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন,  আপনারা আমাদের ভোট দেন আর না দেন,  আমরা আপনাদের পাশে আছি।

তিনি বলেন, আপনাদের অধিকার রক্ষা করার দায়িত্ব আমাদের। আপনাদের ওপর যেন কোনো অন্যায় না হয়, অবিচার না হয়—সে কাজটা আমরা অবশ্যই করব।

মির্জা ফখরুল বলেন, আমরা মুসলিম এবং হিন্দু এক বৃন্তে দুটি ফুলের মতো। বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে, অথচ এ দেশে হিন্দু-মুসলমানের মধ্যে একসময় গভীর বন্ধন ছিল।

সামাজিক বিভাজনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কে হিন্দু, কে মুসলমান—এসব ভুলে নতুন ধারার বাংলাদেশ গড়তে হলে সবাইকে একত্রিত হতে হবে। রাজনীতি বা ধর্ম—কোনোটিই মানুষের মূল পরিচয় নয়।

তিনি বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ আমলে দেশে কোনো ভোট হয়নি। হয়েছে—আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব।

সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন প্রমুখ।