রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৪, ১১:৪৫ এ এম

অনলাইন সংস্করণ

ওষুধের লাগামছাড়া মূল্য নির্ধারণ বন্ধের নির্দেশ হাইকোর্টের

ছবি সংগৃহীত

ওষুধের লাগামছাড়া মূল্য নির্ধারণ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ৩০ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে।

ওষুধ প্রশাসনের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ক্যাবের করা রিটের পরিপ্রেক্ষিতে সোমবার (২৯ এপ্রিল) রুল জারি করেন হাইকোর্ট।

এসময় বেশ কয়েকটি আদেশও দেন উচ্চ আদালত। আদেশে হাইকোর্ট বলেন, কোনো ফার্মাসিউটিক্যালস কোম্পানি সরকারের অনুমোদন ব্যতীত কাঁচামাল আমদানি করতে পারবে না।

এছাড়া অনুমোদন ছাড়া দেশের বাজারে বিদেশি ওষুধ বিক্রি বন্ধের নির্দেশও দিয়েছেন আদালত। একইসাথে স্বাস্থ্য সচিব এবং ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালককে লাগাম টেনে ওষুধের মূল্য নির্ধারণের নির্দেশ দেয়া হয়েছে।

মন্তব্য করুন