ইউএই ব্যুরো

প্রকাশিত: ৯ মে, ২০২৪, ১০:৩০ পিএম

অনলাইন সংস্করণ

স্ত্রীর সঙ্গে অভিমান করে দুবাই প্রবাসীর আত্মহত্যা

ছবি: রূপালী বাংলাদেশ

স্ত্রীর সঙ্গে মনমালিন্য, কলহ আর পারিবারিক টানাপোড়েন কাল হলো প্রবাসী ফারুকের। গলাইফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বেছে নিলেন মুক্তির পথ। তার লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল মর্গে প্রেরণ করেছে দুবাই পুলিশ। দুবাইয়ের আল কুসাইস দুই এলাকার আল জারওয়ানী ভবনে থাকতেন তিনি। ফারুক হোসেনের দেশের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটিতে অধিকাংশই ট্যাক্সী ড্রাইভারদের বসবাস। ভোরে সবাই ডিউটিতে চলে যান। সারাদিন তেমন আনাগোনা থাকে না ভবনটিতে। এই সুযোগে ভবনের ছাঁদে ওঠার সিড়ির দরজায় গামছা বেঁধে ঝুলে পড়ে ফারুক। একসময় অন্যান্যদের চোখে পড়লে তারা পুলিশে খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে।   

নিহতের সহকর্মীরা জানান, বেশ কয়েকদিন যাবত স্ত্রীর সঙ্গে কথাকাটাকাটি হচ্ছিল তার। মাঝেমাঝে বিবাহ বিচ্ছেদ নিয়েও কথা বলতে শোনা যেত। হতে পারে এসব ঘটনা থেকেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। 

সহকর্মীরা আরও বলেন, ২০১৫ সালে দুবাই ট্যাক্সী কোম্পানিতে ভিসা নিয়ে প্রবাসে আসে ফারুক। এরপর ৮-৯ বছর যাবত ট্যাক্সিতেই কর্মরত ছিল। সম্প্রতি চাকরি ছেড়ে অনেকটা মানবেতর জীবনযাপন করছিল ফারুক। মাস তিনেক আগে ইউরোপের ভিসা পেতে পাসপোর্ট জমা করে একটি এজেন্সিতে।

ভিসা না হওয়াতে ফেরত দেয়া হয় তার পাসপোর্টটি। এরপর থেকেই একাকী থাকতো সে। স্ত্রীর সঙ্গে কলহ আর কর্মহীন, বেকার জীবনযাপনের কারণে সে আত্মহত্যা করতে পারে বলে জানা গেছে।

মন্তব্য করুন