চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১০ মে, ২০২৪, ০৩:১১ পিএম

অনলাইন সংস্করণ

শ্রমিকের ছদ্মবেশে শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ

ছবি: রূপালী বাংলাদেশ

সীতাকুণ্ডে শ্রমিকের ছদ্মবেশে শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 সীতাকুণ্ডে সাত বছরের কন্যা শিশুকে ধর্ষণ মামলার আসামি মো. সেকান্দর ওরফে ছুট্টুকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকা থেকে শ্রমিকের ছদ্মবেশ নিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

মো. সেকান্দর প্রকাশ চুট্টু বাড়বকুণ্ড ইউনিয়নের  অলিনগর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। 

সীতাকুন্ড মডেল থানা পুলিশ সুত্রে জানা যায়, গত ১১ এপ্রিল সন্ধ্যায় বাড়ির উঠানে খেলাধুলা করার সময় সাত বছরের শিশুটিকে কৌশলে ডেকে বাড়ির পাশের গোয়ালঘরে নিয়ে যান ছুট্টু। এরপর শিশুটির মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন। শিশুটিকে ভয় দেখান বিষয়টি কাউকে না জানাতে। ঘটনার কিছুদিন পর বিদ্যালয় খুললে শিশুটি তার সহপাঠীদের বিষয়টি বলে।

এ ঘটনার পর সহপাঠীরা বিষয়টি তার মাকে জানালে  শিশুটিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পাশাপাশি চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যান। সেখানে শিশুটির পরীক্ষা-নিরীক্ষার পর তাঁরা গত ৯মে রাতে মো. সেকান্দর ছুট্টুকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। 

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল উদ্দিন দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, শ্রমিকের ছদ্মবেশে ধর্ষক ছুট্টুকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন