ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১০ মে, ২০২৪, ০৩:২৭ পিএম

অনলাইন সংস্করণ

সরাইলে অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই

ছবি: রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১০ মে) ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ২য় গেইট এলাকায় নেছার ডাক্তার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা যায়, হার্ডওয়্যারি, সেলুন, মোবাইল বিক্রি ও সার্ভিসিংসহ বিভিন্ন দোকান ছিল এখানে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেজবা উল আলম ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সাথে মত বিনিময় করেছেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সদ্য বিজয়ী উপজেলা চেয়ারম্যান মো.শের আলম মিয়া।

সরাইল ফায়ার সার্ভিসের লিডার রিয়াজ মাহমুদ জানান, আগুনের খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই ১১ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মন্তব্য করুন