কেউ কান্না করছে, কেউ অজ্ঞান হয়ে পড়ছে শ্রেণি কক্ষের মধ্যে। কেউ চিৎকার করে দৌড়ে পালাচ্ছে অজানা আতঙ্কে। একজন ছুয়ে দিলে অন্যজন আরো তীব্রতা নিয়ে অসুস্থ্য হয়ে যায় এমন আতঙ্কে ও ভুতুরে অজ্ঞাত রোগে মূহুর্তেই ২৪ ছাত্রী অসুস্থ্য হয়ে পড়লো বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে।
গত দুই দিন ধরে এমনি করে ছাত্রী অসুস্থ্য হওয়ার ঘটনায় আজ ১৬ মে বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত দু'দিনে বিদ্যালয়ের মোট ৩২ ছাত্রী অসুস্থ্য হয়ে পড়ছে। এদের কাউকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে প্রেরণ করা হয়েছে। তবে চিকিৎসকদের দাবি শিক্ষার্থীরা মানসিক রোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়ছে।
এব্যাপারে ঘটনা স্হলে ভুক্তভোগী ছাত্রীরা বলছে হঠাৎ করেই আমরা একজন অন্যজনকে চিনতে পারছিলাম না। কক্ষে প্রবেশ করার পর কালো বিড়াল, সাদা বিড়াল, কক্ষের মধ্যে লাল দাগ দেখতে পাই। মনে হচ্ছে কেউ আমাদের তাড়া করছে, আমাদের দম বন্ধ হয়ে আসছে। এমনকি খবর পেয়ে ছুটে আসা পরিবারের লোকজনকে প্রথমে চিনতে কষ্ট হচ্ছিল।
হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্না মিয়া ছাত্রীদের অসুস্থ্য হওয়ার বিষয় বলেন, বিদ্যালয়ের নন্দিনী কর্ণারে প্রবেশ করার পরই ছাত্রীরা অসুস্থ্য হয়ে পড়ছে। গত ১৪ মে প্রথম দিন ৮ জন অসুস্থ্য হলে স্হানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে গতকাল ২৪ জন অসুস্থ্য হয়ে পড়লে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক জেলা ও উপজেলা কর্মকর্তাদের জানানো হয়। শিক্ষার্থীদের উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
তিনি আরো বলেন ছাত্রীদের জন্য কমনরূম আদলের নন্দিনী কক্ষটি রমজান ও ঈদুল ফিতরের বন্ধের পর দু একদিন খোলা হয়েছিল। দীর্ঘদিন বন্ধের পর কক্ষ প্রবেশ করার পর ছাত্রীরা কালো বিড়াল, সাদা বিড়াল ও লাল দাগ দেখার পরই জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ছে। তবে তারা নন্দিনী কক্ষে প্রবেশ করে তেমন কিছুই দেখতে পায়নি। বিষয়টি কল্পনা প্রসূত। এঘটনায় বিদ্যালয়ের প্রতিটি শ্রেণি কক্ষে জীবাণু নাশক স্প্রে করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্না মিয়া আরো বলেন আমরা আজ বৃহস্পতিবার ১৬ মে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একটি বৈঠক ডাকা হয়েছে। এঘটনায় একটি তদন্ত কমিটি করা হবে এবং কমিটি আগামী রবিবারের মধ্যে তদন্ত রিপোর্ট দেয়ার জন্য বলা হবে। বর্তমানে ছাত্রীরা সুস্থ রয়েছে। তাদের মানসিক বিনোদনের জন্য কাছাকাছি আনন্দ ভ্রমণের আয়োজন করার জন্য ম্যানেজিং কমিটির নিকট বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের সভায় আহবান জানানো হবে।
আপনার মতামত লিখুন :