চুয়াডাঙ্গায় আবারও বাড়ছে তাপমাত্রার পারদ। উষ্ণ হচ্ছে প্রকৃতি। গত দুদিনে এ জেলার তাপমাত্রা ৩৭ ডিগ্রির ঘর ছুঁয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.২ ডিগ্রী সেলসিয়াস আর বাতাসের আদ্রতা ৪৬ শতাংশ।
এর আগে, টানা প্রায় ৩৭ দিন এ জেলায় মাঝারি, তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহের পর চলতি মাসের ৬ তারিখে স্বস্তির বৃষ্টির দেখা পায় জেলাবাসী। সে বৃষ্টিতে গরমের নাভিশ্বাস থেকে মুক্তি পায় মানুষ। এর মধ্যে গত এক সপ্তাহ তাপমাত্রা সহনীয় পর্যায়ে ছিলো। গত তিন দিন ধরে আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, গত দুদিন থেকে আবারও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ধীরে ধীরে তাপমাত্রা আরও বাড়তে পারে। আগামী দুদিনে বৃষ্টির পূর্বাভাস নেই।
আপনার মতামত লিখুন :