ঢাকা রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

প্রার্থীর সঙ্গে ভোটকেন্দ্রে বসে খাবার খাওয়ায় প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৬, ২০২৪, ০২:৫৬ এএম

প্রার্থীর সঙ্গে ভোটকেন্দ্রে বসে খাবার খাওয়ায় প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

ছবি: রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর সঙ্গে ভোটকেন্দ্রে বসে ভাত খাওয়ায় এ কে এম রমজান আলী নামে এক প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (৫ জুন) দুপুরে উপজেলার জিনদপুর ইউপির কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম।

তিনি জানান, উপজেলার কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয় বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য কলেজের অধ্যক্ষ একেএম রমজান আলীকে।

উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট দুপুরে ওই কেন্দ্রে যেয়ে দেখেন চেয়ারম্যান পদপ্রার্থী কাজি জহির উদ্দিন সিদ্দিক টিটুর সঙ্গে ভোট কক্ষে বসে একই সাথে ভাত খাচ্ছেন। কেন্দ্র পরিদর্শনে গিয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট দুজনকে একইসাথে ভাত খাওয়া অবস্থায় দেখতে পান। তাই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। সেখানে নতুন প্রিসাইডিং অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

Link copied!