ঢাকা রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৪, ২০২৪, ১২:২৫ এএম

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় আগামী ১৭ জুন (সোমবার) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে আগামী ১৬ জুন থেকে শনিবার ব্যতীত সব সরকারি ছুটির দিনে মেট্রোরেল চলাচলে নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন।  

মেট্রোরেলের নতুন সময়সূচি: উত্তরা থেকে সকাল ৭.১০, ৭.৩১, ১১.৩৭, দুপুর ২ টা ২৫, রাত ৮.৩৩ মিনিটে ট্রেন ছাড়বে আর মতিঝিল থেকে সকাল ৭.৩০, ৮.০১, দুপুর ১২.০৯, ৩.০৫, ও ৯.১৩ মিনিটে ট্রেন ছাড়বে।

এছাড়া নির্দেশনায় ঈদের সময় মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া, রান্না কিংবা কাঁচা মাংস বহন করা যাবেনা বলে জানায় মেট্রোরেল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, প্রতি ট্রিপে মেট্রোরেলের ধারণ ক্ষমতা ২৩০০ জন। এরমধ্যে বর্তমানে প্রতি ট্রিপে ১৬৭৫ থেকে ১৭০০ যাত্রী বহন করছে। বর্তমানে প্রতিদিন ৩ লক্ষ ২৫ হাজার যাত্রী বহন করছে মেট্রোরেল।

Link copied!