ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, তেজগাঁও থেকে ফিরে গেল এগার সিন্ধুর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৯, ২০২৪, ০৬:৫৬ এএম

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, তেজগাঁও থেকে ফিরে গেল এগার সিন্ধুর

ছবি: সংগৃহীত

ঢাকা থেকে কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারো সিন্ধুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগায় ট্রেনটি ফিরিয়ে নেওয়া হয়েছে কমলাপুর স্টেশনে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনে থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল।


স্টেশন মাস্টার বলেন, সন্ধ্যা ৭টার দিকে এগার সিন্ধুর গোধুলী ট্রেনটি কিশোরগঞ্জের উদ্দেশে কমলাপুর স্টেশন ছেড়ে যায়। পথে তেজগাঁও এলাকায় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছিলো এবং বিচ্ছিন্নভাবে আগুনও দেখা যায়। তাৎক্ষণিক আগুন নিভে গেলেও চালক নিরাপত্তার স্বার্থে ট্রেনটি কমলাপুর স্টেশনে ফিরিয়ে নেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি কমলাপুরের ৭ নম্বর প্লাটফর্মে ছিল বলে জানান স্টেশন মাস্টার আনোয়ার হোসেন। তিনি জানান, ঝুঁকি এড়াতে ট্রেনে আরেকটি ইঞ্জিন লাগানো হচ্ছে। এরপর ট্রেনটি কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রা করবে।

Link copied!