ঢাকা রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

বাগেরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেন্টার উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৪, ০৮:৫৪ পিএম

বাগেরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেন্টার উদ্বোধন

ছবি: রূপালী বাংলাদেশ

বিনামূল্যে মানুষকে চক্ষু চিকিৎসা সেবায় আনতে বাগেরহাটের মোংলায় দৃষ্টিদান কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেছেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার এমপি। রোববার (৭ জুলাই) সকাল ১০টায় মোর্শেদ সড়কের মরহুম শেখ আব্দুল হাই সাহেবের বাড়ির সামনে নব-নির্মিত ভবনে এই কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করা হয়।

দৃষ্টিদান চক্ষু হাসপাতালের পরিচালক মল্লিক আসাদুল হক'র সভাপতিত্বে বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ শাহীন, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শেখ আব্দুস সালাম, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম, দৃষ্টিদান চক্ষু হাসপাতালের পরিচালক আবু সালেহ মো: আবীর, আই হেলথ সাইটসেভার্স এর প্রোগ্রাম ম্যানেজার ডি এম জাহিদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, বাগেরহাট চক্ষু হাসপাতাল এর উদ্যোগে এবং সাইটসেভার্স ও শেখ আব্দুল হাই ফাউন্ডেশন কর্তৃপক্ষের সহযোগীতায় আজ দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পের মাধ্যমে ছানি অপারেশন ও লেন্স স্থাপন কার্যক্রম চলবে।

Link copied!