ঢাকা রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

কসবায় ক্রেন বিদুৎস্পৃষ্ট হয়ে চালক-হেলপার নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৪, ০৬:৩১ এএম

কসবায় ক্রেন বিদুৎস্পৃষ্ট হয়ে চালক-হেলপার নিহত

ছবি: রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কাটা গাছ ক্রেনে করে ট্রাকে ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাপ্পি (২৫) ও পারভেজ (২৪) নামে দুইজন নিহত হয়েছেন।

রোববার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের মনকাশাইর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনের মধ্যে একজন ক্রেনের চালক এবং অপরজন হেলপার ছিলেন।

জানা যায়, মহাসড়ক প্রসস্তকরণের কাজ শুরু হওয়ায় সড়কের পাশের গাছ কাটা শুরু হয়েছে। কাটা গাছের অংশ ক্রেনে করে ট্রাকে ওঠানো হচ্ছিল। এসময় পাশের বিদ্যুৎ সঞ্চালনের তারে ক্রেনটি স্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই ক্রেনের চালক ও হেলপার মৃত্যুবরণ করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পল্লী বিদ্যুৎ এর লোকজনকে খবর দেওয়া হয়েছে। সড়কে যানবাহন চলাচল এখন স্বাভাবিক রয়েছে। নিহতদের মধ্যে একজনের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে এবং অন্যজন ওই এলাকায় থাকে। মরদেহ উদ্ধার করা হয়েছে।

Link copied!