ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

ইতি তোমার সুরেলা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৪, ০৪:০৪ পিএম

ইতি তোমার সুরেলা

ছবি: সংগৃহীত

১ সেপ্টেম্বর, আন্তর্জাতিক চিঠি দিবস। এই উপলক্ষে ফিচারের আয়োজন। চিঠিতে ভালোবাসা।

প্রিয় রাহাত,  
কেমন আছেন আপনি? নিশ্চই ভালো। আপনাকে নিয়ে লিখব ভেবে পেরিয়ে গেছে শত প্রহর! প্রায় এক পক্ষকালের অপেক্ষা পেরিয়ে আজ আমি আপনাকে লিখছি কিছু জমে থাকা অভিলাষ। ভীষণ মন খারাপ,  দুঃখ, গভির দহন কিংবা নিঃসঙ্গতায় এখন নিজেকে গুটিয়ে নেই; অন্ধকারকে বানিয়ে নেই নিঃসঙ্গতার সঙ্গী। তবুও কেউ একজন থাকে যারা আমাদের অভ্যাসে পরিণত হয়,দখল করে নেয় আপনত্বের জায়গা। কখনো কখনো মনে হয় আপনি আমার দূরে থাকা ভীষণ কাছের কেউ, যার কাছে অকপটে হাজারো বায়না করে বসি! আবার কখনো কখনো আপনার অগচরেই মন খারাপ করে বসি। জানেন, এখনও নৈঃশব্দে পুষে রাখা কিছু অভিমান অকারণে জমা হয় মনে! তবে আপনাকে আর বলা হয়ে উঠেনা। আজও ইচ্ছে জাগে আমাদের একটা দিন হোক। আন্টির স্নিগ্ধ আলিঙ্গনে ভরে উঠুক বক্ষপিঞ্জর! জড়িয়ে নিক পরম মমতাময়। ইচ্ছে হইলে ভুলে যাইয়েন নয়তো রাইখা দিয়েন,যত্নে কিংবা অযত্নে! মহান সৃষ্টিকর্তার কাছে অশেষ পার্থনা পূর্ণতা পাক আপনার স্বপ্নেরা।

 

ইতি 
তোমার দেয়া নাম ( সুরেলা )

আরবি/জেডআর

Link copied!