‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!
তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা!
কি যাদু বাংলা গানে!- গান গেয়ে দাঁড় মাঝি টানে,
এমন কোথা আর আছে গো!
গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা।।
আজ ২০ অক্টোবর কবি অতুলপ্রসাদ সেনের জন্মদিন। তিনি ১৮৭১ সালের ২০ অক্টোবর ঢাকায় মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ব্রিটিশ ভারতবর্ষের বাঙালি গীতিকার, সুরকার, গায়ক ও একজন সংগীতবিদও ছিলেন।
তার রচিত গানগুলোর মূল উপজীব্য ছিলো দেশপ্রেম, ভক্তি ও প্রেম জীবনের দুঃখ ও যন্ত্রণা। অতুলপ্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। ‘মোদের গরব মোদের আশা/আ-মরি বাংলা ভাষা’ তার বিখ্যাত গানগুলোর একটি।
ব্রিটিশ ভারতের লক্ষ্ণৌতে বসবাসকালে তিনি ১৯৩৪ সালের ২৬ আগস্ট মারা যান। সেখানেই তার শেষকৃত্য হয়। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন কাওরাইদ (কাওরাদি) ব্রহ্ম মন্দিরের পাশে সমাধিস্থলে তার চিতাভস্ম সমাহিত করা হয়। এখানে একটি স্মৃতিফলক আছে। এতে লেখা ছিল ‘‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা! / তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা!