ঢাকা রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

ইচ্ছেদের পাওনা

মীর জেসমিন ওয়াহেদ মুনা

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪, ১০:৪৯ এএম

ইচ্ছেদের পাওনা

মীর জেসমিন ওয়াহেদ মুনা। ছবি: রূপালী বাংলাদেশ

চেয়েছিলাম সাগরের কাছে বলব সব কষ্টের কথা সেখানে গিয়ে দেখি লোনা কান্নার জ্বলে সব গিয়েছে ভরে।

আকাশের কাছে গেলাম আকাশের 
উদারতার বিশালতায় আলিঙ্গন করবো বলে।

কিন্ত আমার ভাবনারা পিছুটান দিল 
অসংখ্য অসঙ্গতির অসম বিন্যাস দেখে।

পাহাড়ের কাছে গেলাম  দৃপ্ততার সাথে 
মাথা উঁচু করে বাঁচতে শিখতে
চারপাশে দেখি মায়ারা টানছে অদৃশ্য শিকল হয়ে।

মেঘেদের কাছে গিয়েছিলাম সুখ-দুঃখের গল্প করতে তারা কি ব্যস্ত বৃষ্টিকে খাজনা দিতে।

বায়ুর কাছে গেলাম দক্ষ কর্মী হব বলে
সময় যে বাধ সাধলো বললো হিসেবে 
বেজায় গরমিল তাই দক্ষতার গেছো একটু পিছিয়ে।

 জীবনের সব অধ্যায়গুলো এক এক করে অসঙ্গতি খুঁজতে গিয়ে দেখি
সময় চলে গেছে আমার সব নানা রঙের দিনগুলো নির্মমভাবে ফেলে।

অন্ধকার রাতের তমসাতে দেখলাম 
আরেকটি শিশু সকালের ফিসফিস
কথোপকথনে বলছে আমায়
সময়ের সাথে পা মেলে চলতে
না পারলে আবারো ভুল হবে 
জীবনের বাকি সব পাতাতে।

আরবি/জেডআর

Link copied!